চান্দিনা

চান্দিনায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস- ২০১৮ র‍্যালিও অালােচনা সভা,

চান্দিনায় জাতীয় দুর্যোগ  প্রশমন দিবস- ২০১৮ র‍্যালিও অালােচনা সভা,

 

“কমাতে হলে সম্পদের  ক্ষতি গড়তে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  আয়োজনে কুমিল্লার চান্দিনায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস -২০১৮ র‍্যালি, আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ অক্টোবর( শনিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী। আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও)মোহাম্মদ মাজহারুল ইসলাম। সভায় আরােও বক্তৃতা করেন চান্দিনা আল অামিন  ইসলামিয়া  কামিল মাদ্রাসা অধ্যাপক মো কামরুজ্জামান, চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমল বকসী,দৈনিক ভোরের কাগজ, দৈনিক রুুপসী বাংলার সাংবাদিক রিপন অাহমেদ ভুইয়া, উপজলা পরিষদ জামে মসজিদ খতিব মোঃ এরশাদুল হক  ভূঁইয়া, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সুভাষ চন্দ্র সরকার, কার্য্য সহকারী লিটন চন্দ্র রায। পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্বদেন উপজেলা চেয়ারম্যান বীর মু্ক্তি যোদ্বা তপন বকসী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

 

Close