চান্দিনা

চান্দিনায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

চান্দিনায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশে ফেব্রুয়ারি’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।

২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরের শুরুতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম।

বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইন-চার্জ (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ। পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া’র নেতৃত্বে পৌর পরিষদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র মফিজুল ইসলাম এর নেতৃত্বে পৌর আওয়ামীলীগ

Close