চান্দিনা

চান্দিনায় ফিল্মি কায়দায় ছিনতাই

চান্দিনায় ফিল্মি কায়দায় ছিনতাই

কুমিল্লার চান্দিনা ইসলামি ব্যাংক ব্রাঞ্চ হইতে নাছির উদ্দীন নামে এক যুবক ২ লাখ ৭ হাজার টাকাও ৫টি ব্যাবসায়ি মোবাইল ফোন নিয়ে বাড়ি ফেরার সময় চান্দিনা বাস ষ্টেশন হইতে একটি মিনি মাইক্রোবাস দিয়ে মাধাইয়ার দিকে ফেরার সময়।
একদল ডাকাত ডিবি পোষাক পরে যাত্রীবাহি মাইক্রোবাসটি ফলো করে মাধাইয়ার নাওতলা কুরয়ানকাজীর জামে মসজিদের সামনে এ্যাটেক করে নাছির নামে লোকটিকে বলে তুর নামে মামলা রয়েছে।
এসময় সে গাড়ির অন্য পেসেঞ্জারেরা ও বিভ্রান্ত হয়ে যায়। গাড়িতে অধিক মহিলা থাকায় নাছির কোন কথা বলার আগে হ্যান্ডকাফ ও চোখ বেধে ফেলে।

চোখ বেধে ফেলার পর তাকে গোমতা মাদ্রাসার সামনে তাকে জিজ্ঞেস করে তুকে কি অফিসে নেব না নামিয়ে দেব তখন সে বলে আমাকে নামিয়ে দিন।
ফোন গুলো চাওয়ার পর তাকে কিল ঘুসি দিয়ে গাছের ঝুপড়ির ভিতরে ফেলে চলে যায়।
রিপোর্ট রুদ্র আহমেদ

Close