চান্দিনা

চান্দিনার বিশ্বাস কেন্দ্রে ইভিএম এর কারণে ভোট গ্রহণে বিলম্ব

চান্দিনার বিশ্বাস কেন্দ্রে ইভিএম এর কারণে ভোট গ্রহণে বিলম্ব

 

চান্দিনায় এক কেন্দ্রে ইভিএম হ্যাঙ
চান্দিনা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঠিকমত কাজ করছে না ইভিএম। ভোট প্রয়োগে লাগছে অতিরিক্ত সময়। বাড়ছে ভোটারদের লাইনের দৈর্ঘ্য।

ভোটের দিন চান্দিনা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। ইভিএম হ্যাঙ হয়ে যাওয়ায় খুব ধীর গতিতে চলছে ভোট। তবে এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি দায়িত্বরতরা।

কুমিল্লার চান্দিনায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেয়ায় বিড়ম্বনায় পড়ছেন ভোটররা। মেশিন হ্যাঙ হয়ে যাওয়ায় ভোট দিতে অতিরিক্ত সময় লাগছে তাদের।

কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনে প্রথমবার ব্যবহার হচ্ছে ইভিএম। এই পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয় গত বৃহস্পতিবার প্রতি কেন্দ্রে এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।

কিন্তু ভোটের দিন চান্দিনা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। ইভিএম হ্যাঙ হয়ে যাওয়ায় খুব ধীর গতিতে চলছে ভোট। তবে এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি দায়িত্বরতরা।

প্রিসাইডিং অফিসার মো. আতিক উল্লাহ জানান, এ কেন্দ্রে ৯৯০ জন পুরুষ ও এক হাজার ৩৫ জন নারী ভোটার রয়েছে। ছয়টি কক্ষে সকাল আটটায় থেকে ১০টা পর্যন্ত ২০৬টি ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি ভোট গ্রহণে ১৫-২০ মিনিট চলে যাচ্ছে।’

চান্দিয়ারা গ্রামের বাসিন্দা ফিরোজা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার বয়স ৭২। দাঁড়ায় থাকতে পারতেছি না। সকাল সাতটায় লাইনে দাঁড়াইছি। এখন ১০টা বাজে ভোট দিতে পারতেছি না।’

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘এখন পর্যন্ত কোন কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাইনি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ এ অঞ্চলে প্রথম। ফলে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।’

এ ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিচ্ছেন তারা।

তবে, বিএনপির মেয়ার প্রার্থী শাহ মোহাম্মদ আলমগীর খানের অভিযোগ, কেন্দ্রের বাইরে বহিরাগতরা অবস্থান নিয়েছেন। তারা বিএনপির ভোটারদের প্রবেশ করতে বাধা দিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী হাজী শামীম হোসেনের অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের এজেন্টরা ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছে।

ভোট নিয়ে কোনো অভিযোগ নেই আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন ভুঁইয়ার। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।’

সংগ্রহীত কপি

Exit mobile version