চান্দিনা
জোয়াগের কৈলাইন লক্ষীপুর,ধেররা গ্রামে মাদকের বাজার,দ্রুত আইনের আওতায় আনার দাবী স্থানীয় জনগণের
১৩ নং জোয়াগের কৈলাইন লক্ষীপুর,ধেররা গ্রামে মাদকের বাজার,দ্রুত আইনের আওতায় আনার দাবী স্থানীয় জনগণের,
চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষীপুর,৩ নং ওয়ার্ডের পূর্ব কৈলাইন,৮ নং ওয়ার্ডের ধেররা গ্রামে দেদারসে চলছে মাদকের বাজার,যেনো দেখার কেউ নেই,বিগত দিনে অনেক অংশে চান্দিনা থানা পুলিশ মাদক বিক্রি সেবন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে কিছুটা কমেছে বর্তমানে যেনো দেখার কেউ নেই,স্থানীয় জনগণের মাদকের গডফাদার দের ভয়ে প্রতিবাদ করতে পারছেনা,স্থানীয় জনগণের দাবী দ্রুততম সময়ের মধ্যে মাদক বিক্রেতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করার জোড় দাবী জানান,
কিছুদিন আগে লক্ষীপুরের মাদক সম্রাট ইউনুস কে পুলিশ আটক করতে গেলে তার সহযোগীরা পুলিশ কে আক্রমণ করে পালিয়ে যায়,এখন কার ইশারায় সে ওপেন মাদক বিক্রি করছে এলাকায় এই নিয়ে জনমনে নেতিবাচক সমালোচনা তৈরি হয়েছে,
এক গোপন সূত্রে জানা যায়, মাদক সম্রাট ইউনুস প্রভাবশালী রাজনৈতিক নেতার আর্শীবাদে মাসিক মাসোহারা দিয়ে মাদক বিক্রি করছে,
স্থানীয় জনগণের দাবী আসছে আসন্ন ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয়দের,আপনারা জনগণের কল্যানে সেবক হয়ে কাজ করার প্রত্যেয় নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন,আপনারা যারা উপরে উল্লেখীত ওয়ার্ডের বাসিন্দা আপনারা মাদকের বিরুদ্ধে কোন প্রকার উদ্যোগ নিতে দেখেনি, সময় এসেছে এসব মাদক সন্ত্রাসীদের আপনারা নিজ উদ্যেগে জনগণ কে সাথে নিয়ে এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিন এবং তাদের কে ধরে আইনের আওতায় দিন,
চান্দিনার গণমানুষের নেতা মাননীয় এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ মহোদয় ও বর্তমান ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় কে দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রত মাদক বিক্রেতা ও গডফাদারদের আইনের আওয়াত নিয়ে যুব সমাজ কে রক্ষা করুন,