জেলার খবর

মুচিদের জন্য বানিয়ে দিলেন “বুট পালিশ মার্কেট”।

“বুট পালিশ মার্কেট*
…………….……………
কক্সবাজার শহরের লালদিঘির পাড়ে ৫০/৬০ বছর ধরে রাস্তার পাশে ভাংগা ঝুপড়িতে বসে, জুতো পালিশ আর জুতো সেলাইয়ের কাজ করেন জনাবিশেক হতদরিদ্র মানুষ।
একজন লে.কর্ণেল(অব.)ফোরকান আহমদ এই প্রথম মুচিদের নিয়ে ভাবলেন। তাদের ডেকে নিয়ে গেলেন নিজের অফিসে। জানতে চাইলেন,কি করা যায়?
অবশেষে মুচিদের জন্য বানিয়ে দিলেন
“বুট পালিশ মার্কেট”।
এ এক অভিনব উদ্যোগ। মানবতার অনন্য দৃষ্টান্ত!

এমন মহতী উদ্যোগ নেওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুবিধা প্রাপ্ত প্রান্তিক এই জনগোষ্ঠী এবং সর্বস্তরের মানুষ।

Exit mobile version