চান্দিনা

চান্দিনায় পৃথক মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চান্দিনায় পৃথক মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লার চান্দিনায় পৃথক দুটি মামলায় এক বছর সশ্রম ও এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী নেছার উদ্দিন খোকন কে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার সাতগাঁও উত্তর কৃষ্ণপুর গ্রামের মো. সোলায়মান মিয়ার ছেলে।

চান্দিনা থানার এসআই মো. আবদুস সুলতান এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় সাতগাঁও উত্তর কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত নেছার উদ্দিন খোকন এর বিরুদ্ধে বিচার শেষে আদালত একটি মামলায় এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ কোটি টাকা অর্থদন্ড দেন। অপর একটি মামলায় এ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৮লাখ ২৪ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩মাসের কারাদন্ড দেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আসামী নেছার উদ্দিন খোকন কে গ্রেফতারের পর শনিবার (৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Close