চান্দিনারাজনীতি

কেনো মেয়র পদপ্রার্থী মোফাজ্জল হোসেন বশির ধানের শীষের যোগ্য প্রার্থী ?বিস্তারিত পড়ুন

কেনো মোফাজ্জল হোসেন বশির ধানের শীষের যোগ্য প্রার্থী ?

আসন্ন ১৬ জনুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চান্দিনা পৌরসভা নির্বাচন । নির্বাচন উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ । এই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী কুমিল্লা উ. জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির । এখানে মেয়র পদে আরো নমিনেশন চান সাবেক পৌর মেয়র পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর খান ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম । মোফাজ্জল হোসেন বশিরের পিতা আব্দুল মান্নান সরকার তৎকালীন চান্দিনা ইউনিয়ন পরিষদের এক টানা তিনবার মেম্বার ছিল, পরে চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে পৌরসভা গঠিত হলে প্রথমে পৌর চেয়ারম্যান ও পরে মেয়র পদে টানা ১৩ বছর দায়িত্ব পালন করেন ।ফলে পৌরসভায় তাদের রয়েছে বিশেষ পারিবারিক ইমেজ ও বিশাল ভোট ব্যাংক। এই পরিবারের রয়েছে টানা ৪৩ বছরের নির্বাচনের ইতিহাস । মোফাজ্জল হোসেন বশির ছাত্রাবস্থায় ছাত্রদলের রাজনীতিতে হাতেখড়ি। ছিলেন চান্দিনা আর এ কলেজ ছাত্রদলের সভাপতি । সেখান থেকে শুধু সাফল্যের ইতিহাস । কুমিল্লা উ. জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সফলতার সহিত। রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার দরুন একটি থানা শহরে অবস্থান করার পর ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান । বাংলাদেশের কোনো ছাত্রনেতা এই সম্মান পাননি । আন্দোলন সংগ্রামে আপোষহীন ভূমিকার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাকে অনেক পছন্দ করেন । সাবেক মেয়র আলমগীর খান মরহুম খোরশেদ আলমের প্রচেষ্টায় প্রথমবার মেয়র হলেও বর্তমানে নিজদলেই আছেন বিশেষ ইমেজ সংকটে । উনি দলের দায়িত্বে থাকলেও পালন করেন শুধু রুটিন ওয়ার্ক। দলের প্রয়োজনে একটি পয়সাও খরচ করেন না, নেই নিজস্ব কোনো কর্মীবাহিনী । এমন অবস্থায় শুধু পূর্বের পদ পদবী ব্যাবহার করে নমিনেশন নিয়া ফাইট দিতে না পারায় তার প্রতিপক্ষ হিসেবে দাড়িয়েছেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম । যুক্তি হিসেবে বলা হয় তার বাড়ি বাজারে এবং তার লোকবল আছে । কিন্ত তিনি গত নির্বাচনে এই শক্তি সামর্থ্য নিয়ে কাউন্সিলর পদে পরাজিত হন । সেই ক্ষেত্রে মেয়র পদে কি করতে পারবেন তা সহজেই অনুমান করা যায় । আওয়ামীলীগ এর সাথে মোকাবেলা করতে তাই নিজস্ব ভোটব্যাঙ্ক এবং ভোট সুষ্ঠু করার মত কর্মী বাহিনী আছে এমন কাওকে নমিনেশন দিলে ফলাফল ঘরে আনা সম্ভব । তাই যোগ্যতার মাপকাঠিতে ধানের শীষ প্রতীক এর যোগ্য দাবিদার মোফাজ্জল হোসেন বশির।

ফেইসবুক থেকে সংগ্রহীত।

Close