চান্দিনা

চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধে পৌর মেয়রের পরিচ্ছন্নতা অভিযান ও হ্যান্ডবিল বিতরণ

চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধে পৌর মেয়রের পরিচ্ছন্নতা অভিযান ও হ্যান্ডবিল বিতরণ

 

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধে এবং এডিস মশার আবাসস্থল ধ্বংস করার লক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। এসময় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন তিনি।

 

বুধবার (৭ আগস্ট) সকালে চান্দিনা পৌরসভা থেকে র‌্যালি নিয়ে চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা উপজেলা পরিষদ চত্বর, চান্দিনা ডা. ফিরোজা বালিকা বিদ্যালয়, চান্দিনা বাজার এলাকা, চান্দিনা থানা চত্বর সহ গুরুস্তপূর্ণ স্থাপনা সমূহে ঘুরে পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার, মশক নিধন স্প্রে প্রদান এবং সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করেন।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার সচিব মো. ইউসুফ আলী, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ কামরুজ্জামান, প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, সুরুজ ভুইয়া, মো. শাহজাহান, মো. তাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর রাবেয়া বেগম প্রমুখ।

 

Close