চান্দিনা

চান্দিনায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চান্দিনায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আকিবুল ইসলাম হারেছ:

ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ্ম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।

মুজিবনগর দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম মুন্সী,পৌরসভা মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাবুদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসার মো.জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.সফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মো. আনোয়ারুল আজীম, চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনে সাব- অফিসার ছাবের আহমেদ, উপজেলা তথ্য আপা মোসা. সেলিনা আক্তার সুমি, জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন, মহিচাইল ইউপি চেয়ারম্যান আবু মুছা মজুমদার, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ সহ চান্দিনা উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক,ছাত্র- ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Close