চান্দিনা

চান্দিনার কামারখোলায় অসহায় ৮০ পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

চান্দিনার কামারখোলায় অসহায় ৮০ পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

আলহামদুলিল্লাহ! রমজান উপলক্ষে কামারখোলা যুবসমাজের উদ্যোগে গ্রামের অসহায় হত দরিদ্র মানুষের মাঝে যে ইফতার সামগ্রী বিতরন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সে উদ্যোগের ২য় প্যাকেজে, শেষ ১৫ রমজানের ইফতার সামগ্রী বিতরণ আজ মঙ্গলবার বাদ যোহর কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গন হতে বিতরণ শুরু হয়েছে।

উক্ত ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ওসমান গণি,দোল্লাই নবাবপুর সরকারি কলেজ, নবাবপুর,চান্দিনা,দুদক অফিসার নুরুল ইসলাম, হাজী মোঃ রুহুল আমিন, সভাপতি কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদ, মোঃ আব্দুল বাতেন, সাধারন সম্পাদক, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদ, মোঃ মানিক মেম্বার, সহ সভাপতি, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদ এছাড়া আরও উপস্থিত আছেন মসজিদ কমিটির কবির হুজুর,আলমাছ মিয়া, হাজী মমতাজ উদ্দিন, জনাব মোঃ জলিল সাহেব, মোঃ মোতালেব মেম্বার,মোঃ ফারুক মেম্বার,মোঃ কাসেম,সোঃ মমিন, মোঃ জাহাঙ্গীর কর্তা, মোঃ বাসার মেম্বার, মোঃ সানি ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নুর মুহাম্মদ, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদ।

ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রামে পেশ ইমাম মাও. নুর মুহাম্মদ বলেন” যারা আমাদের আজকের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে শরীক হয়েছেন, আপনাদের সদকায় জারিয়ার উদ্দেশ্য নিয়তকৃত অর্থ আল্লাহ্ কবুল করুন,আমিন ।”

সমাপনী বক্তব্যে অধ্যাপক মোঃ ওসমান গণি ও দুদক অফিসার নুরুল ইসলাম জানান “অসহায় হত দরিদ্র মানুষের মাঝে মায়া ছড়ানোর উদ্দেশ্যে আজ মঙ্গলবারের পরের সদকায় জারিয়ার নিয়তে প্রেরিত অর্থ ইদের দিন উপলক্ষে উক্ত অসহায় হত দরিদ্র ৮০টি পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হবে,ইনশাআল্লাহ।”

রমজানে করোনার মহামারী যাতে অসহায় হত দরিদ্র পরিবারের রোজা রাখতে কষ্ট না হয় ও ইদের আনন্দ ধনি গরিবের মাঝে ভাগাভাগি করার উদ্দেশ্যে কামারখোলা গ্রামের তরুণ যুব সমাজ যে উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করে, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গেে নিকট হতে সুনাম অর্জন করেছে।

কামারখোলা গ্রামের তরুণ যুব সমাজ কতৃর্ক এমন মানবসেবার স্বেচ্ছাসেবী কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এমটাই প্রত্যাশা সকলের।

Close