জেলার খবরশিক্ষাঙ্গন

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন

 

কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে বায়োমেট্রিক মেশিনে কার্ড পাঞ্চ করে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশের  সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌর সভা মেয়র মো. মফিজুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, সুরুজ ভূইয়া, সহকারি শিক্ষক মহসিন সরকার, মফিজুল ইসলাম, আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন অভি প্রমুখ।

Close