শিক্ষাঙ্গন

চান্দিনার লক্ষ্মীপুর আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনার লক্ষ্মীপুর আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভার্নিং বডির সভাপতি মো. আবদুস ছালাম সওদাগর। সমাবেশ শেষে ২০১৯ সালের জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১০জন কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, গভার্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডা. খলিলুর রহমান পলাশ, প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, অভিভাবক সদস্য মাওলানা ডা. জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, অভিভাবক মো. ছফিউল্লাহ্। আরবী প্রভাষক মাওলানা মো. জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রেণি ভিত্তিক রিপোর্ট উপস্থাপন করেন শ্রেণি শিক্ষক মো. ইয়াছিন, মাওলানা মো. শাখাওয়াত হোসেন, মাওলানা আবদুল মুবিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন- দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার মিতু। সমাবেশে অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Close