চান্দিনা

চান্দিনায় আসছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি

চান্দিনায় আসছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি

 

।। মাসুমুর রহমান মাসুদ।।

 

রোববার (৩১ জুলাই) কুমিল্লার চান্দিনায় আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডা. দীপু মনি এম.পি। চান্দিনা উপজেলা সদরে অবস্থিত ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। ১৯৭০ সালে স্থাপিত বিদ্যালয়টিতে এতদিন দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা বিদ্যালয়টিতে একাদশ শ্রেণিতে পাঠদানের স্বীকৃতি দেয়। এদিন শিক্ষামন্ত্রী নব উন্নীত ওই কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করবেন বলে বিদ্যালয় সূত্রে জানাযায়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি’র উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত সফরসূচির মাধ্যমে জানতে পেরেছি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুপুর ১টায় সড়ক পথে চান্দিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন মন্ত্রী। বেলা ৩টায় তিনি ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অনুষ্ঠানে যোগ দিবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাবেন।

Close