চান্দিনা

চান্দিনায় বিএনপি-এলডিপি’র ৫ নেতা কারাগারে

চান্দিনায় বিএনপি-এলডিপি’র ৫ নেতা কারাগারে

কুমিল্লার চান্দিনায় বিএনপি ও এলডিপি’র পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলো- উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মেম্বার, পৌর বিএনপি অর্থ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর যুবদল নেতা মো. কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান ভূইয়া, পৌর এলডিপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. চারু মিয়া।

আদালত সূত্রে জানা যায়- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতা-কর্মীদের বিক্ষোভের ঘটনায় চান্দিনা থানায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে আসেন চান্দিনা উপজেলা বিএনপি ও এলডিপি’র নেতা-কর্মীরা। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

আসামীপক্ষের আইনজীবি এড. এনামুল হাসান খান রিপন জানান- ‘২০১৭ সালে চান্দিনা থানায় দায়ের হওয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তারা দীর্ঘদিন জামিনে ছিলেন। সোমবার বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।’

Close