নারী ও শিশু

ওসি’র হস্তক্ষেপে আত্মহত্যা থেকে বাঁচলেন এক নারী!

চাটখিলের ওসি’র হস্তক্ষেপে আত্মহত্যা থেকে বাঁচলেন এক নারী!

নোয়াখালী টিভি : গতরাত (৩১ মে) ২টায় চাটখিল থানা ওসির কাছে একটা কল আসে একজন নারী আত্মহত্যা করতে চায়, ওসি আনোয়ারুল ইসলাম কারণ জানতে চাইলে ফোনের বিপরীতে পাশ থেকে উত্তর আসেন রুমা (ছদ্মনাম) তার সাথে এক সৌদি আরব প্রবাসীর সাথে বিয়ের এনগেজমেন্ট হয়। তিনি এখন প্রতারণার শিকার হয়েছেন তাই তিনি আত্মহত্যা করবে। তৎক্ষণাৎ ওসি ঐ নারীকে বুঝিয়ে সমাধানের আশ্বাস দেন এবং চাটখিল থানা পুলিশের সাথে ঐ নারীর স্বজনরা দেখা করেন। চাটখিল থানা পুলিশ রাতেই ছেলের বাড়িতে গিয়ে ওসির নির্দেশনা দু’পক্ষের সমস্যা মিমাংসা করেন।

উল্লেখ্য যে, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের রুমা (ছদ্মনাম) সাথে সৌদিআরব এক প্রবাসীর দীর্ঘ দুই বছরের সম্পর্ক, ফোনআলাফ, অতঃপর দু’পক্ষের স্বজনদের মাধ্যমে (এনগেজমেন্ট) হয়।

এনগেজমেন্ট এর সময় উপস্থিত থাকা একজন ব্যক্তির কাছে জানা যায়, ছেলে ভার্চুয়ালে বিয়ে করতে চাইলেও মেয়েরা রাজি হয়নি। তারা দুজনের দীর্ঘ দুই বছরের ফোনালাপ (স্বামী-স্ত্রীর) সু-সম্পর্কে কাটান। হঠাৎ কিছুদিন আগে ছেলের নানান অজুহাতে ঐ নারীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। গতরাতে মেয়ে খবর পায় ছেলে সৌদিআরব থেকে এসে অন্য জায়গায় বিয়ে করছে। আর এটা জানতে পেয়ে মেয়েটি আত্নহত্যার পথ বেছে নেয়। বাসার সবাই ঐ নারীকে বুঝাতে ব্যর্থ হয়ে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম কে (৩১মে) রাত ২টায় কল করেন। এরপর ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি সমাধান করেন।

Exit mobile version