চান্দিনাতথ্য প্রযুক্তিশিক্ষাঙ্গন

প্রিন্সিপাল উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদের উদ্দ্যগে ত্রাণ বিতরণ।

প্রিন্সিপাল উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদের উদ্দ্যগে ত্রাণ বিতরণ। 

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের কৈলাইন লক্ষীপুর বাংলাদেশ নূরানী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদ ও বাংলাদেশ নুরানীর শুভাকাঙ্ক্ষীদের উদ্দ্যোগে ১৩ নং জোয়াগ ইউনিয়নের বিধবা ও আলেম পরিবারের মাঝে উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়।

প্রিন্সিপাল উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদ প্রথম ধাপে ৫০ জন পরিবারের ঘরে ত্রাণ সামগ্রী পৌছানো হয় এবং ২০ জন কে নগদ  আর্থিক সহযোগিতা করা হয়,তিনি বলেন ইনশাআল্লাহ শীগ্রই দ্বিতীয় ধাপের ত্রান তৎপরতা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকল আয়োজন ইখলাসের দৌলত দিয়ে পরিপূর্ণ করে দেন। 

প্রিন্সিপাল উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদ বলেন আমরা মানবতার কামলা। জষখ্যাতির জন্য নয়, দায়বদ্ধতা ও বিত্বশীলদের সংকীর্ণ মানুষিকতার পরিবর্তনে এই ফটোসেশন।আলেম ও বিধবাদের জন্য বাংলাদেশ নুরানীর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আমাদের এই আয়োজন।

ইনশাআল্লাহ চলবে,আপনি আপনার জায়গা থেকে উক্ত মহৎ কাজে শরীক হয়ে চলমান মহামারী থেকে আল্লাহর অনুগ্রহের আশাবাদী হতে পারেন। প্রয়োজনে বিকাশ পার্সোনাল 01890629090

Exit mobile version