চান্দিনা

জোয়াগে ইউনিয়নকে মাদকমুক্ত করতে চান্দিনা থানার ওসি মহদ্বয় এবং স্থানীয় পুলিশ ইনচার্জ মহদ্বয়কে আহবান।

জোয়াগে ইউনিয়নকে মাদকমুক্ত করতে চান্দিনা থানার ওসি মহদ্বয় এবং স্থানীয় পুলিশ  ইনচার্জ মহদ্বয়কে আহবান।

 

স্থানীয় প্রতিনিধিঃ মোঃ হোসাইন আহমেদ।

চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান উদ্দ্যেগ নেওয়ার কারণে জনপ্রিয় অনলাইন পোর্টাল চান্দিনার সময় পত্রিকার সম্পাদক ওমর ফারুক কে বিভিন্নভাবে হত্যার হুমকি ধমকি দিচ্ছে বলে জানা গেছে,এই ব্যাপারে ওমর ফারুকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন,দেখুন আমি অত্র এলাকার সন্তান আমি এলাকার জনগণের কল্যাণে কাজ করছি আমি চাই আমার এলাকা মাদকমুক্ত হউক তাই মাদকের গডফাদার যারা আছে সবাইকে আহবান করছি তারা মাদক কেনাবেচা বন্ধ করুক এই ব্যাপারে আমি পত্রিকায় দুইদিন আগে একটা বিবৃতি দেই,এখন দেখছি আমার মানসম্মানহানী এবং হত্যা করতে বিভিন্ন ভাবে অত্র এলাকার কিছু সংখ্যক মানুষ গভীর ষড়যন্ত্র করছে। আমি তাদের কে বলব,আপনারা মাদক কেনাবেচা ছেড়ে দিন আমাকে যতই হুমকি ধমকি ও মানসম্মানহানী করতে ষড়যন্ত্র করুন না কেনো আমি এসব ভয় পাইনা,

 

ওমর ফারুক বলেন আমার একা মাদকমুক্ত করা সম্ভব নয় জোয়াগ ইউনিয়নের সচেতন নাগরিকরা সবাই যার যার মত মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,তিনি চান্দিনা উপজেলা সফল এমপি মহদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং চান্দিনা থানার ওসি আবুল ফয়সল সাহেব ও জোয়াগ ইউনিয়নের পুলিশ প্রশাসন ইনচার্জ মোঃ দেলোয়ার আহমেদ কে আরও জোড়ালো ভূমিকা গ্রহন করতে বিনীতভাবে আহবান করেন,তিনি আরও বলেন চান্দিনা থানার ওসি মহদ্বয়ের জিরো টলারেন্স নীতিতে অটল থাকায় চান্দিনায় অনেক সুফল বয়ে এনেছে এবং জোয়াগ ইউনিয়নের ইনচার্জ দেলোয়ার হোসেনের ভালো কাজের জন্য জেলা পুলিশ সুপার মহদ্বয়ের পুরুস্কারে ভূষিত হয়েছেন আমি তাদের সফলতা কামনা করছি।

 

 

 

 

 

Close