চান্দিনা

চান্দিনায় উপ-নির্বাচন: আ’লীগ, প্রার্থী প্রান গোপালের মনোনয়ন দাখিল

তাং- ১৩/০৯/২০২১
।।প্রেস রিলিজ।।

চান্দিনায় উপ-নির্বাচন: আ’লীগ, প্রার্থী প্রান গোপালের মনোনয়ন দাখিল

কুমিল্লা-৭ (চান্দিনা) উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। চান্দিনা উপ-নির্বাচনের কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা জেলা নির্বাচন অফিসে দুপুর ১২টায় আওয়ামী লীগের প্রার্থী প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত দুপুর ১২ টায় মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনতাকিম আশরাফ টিটু ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

নেতৃত্বস্থানীয়দের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহ সেলিম প্রধান সভাপতি চান্দিনা উপজেলা কৃষক লীগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মজিবুর রহমান, সার্ভেয়ার মোঃ বশির উদ্দিন আওয়ামীলীগ নেতা,মোঃ মমিন সরকার সাবেক পরিচালক পানি উন্নয়ন বোর্ড ও আওয়ামীলীগ নেতা,কেরণখাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা মোঃ সুমন ভূইয়া, এডভোকেট মোঃ মহিউদ্দিন সাবেক সভাপতি চান্দিনা উপজেলা ছাত্রলীগ,ইন্জিনিয়া আতাউর রহমান গণি যুবলীগ নেতা,মোঃ বারাকাত ভূইয়া সাবেক সহ-সভাপতি চান্দিনা উপজেলা ছাত্রলীগ।

গত বছরের ৩০ জুলাই কুমিল্লা ৭ চান্দিনার নির্বাচিত সাংসদ অধ্যাপক মো : আলী আশরাফ মারা যান। নির্বাচন কমিশন গত ২ সেপ্টেম্বর চান্দিনার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর সোমবার। মনোনয়পত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর রোববার। ২০ সেপ্টেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Close