নারী ও শিশুশিক্ষাঙ্গন

অমানবিক বেত্রাঘাতে ২ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

চান্দিনা মাধাইয়া বড়কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির ছাত্রকে অমানবিক বেত্রাঘাতে ২ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

 

রিপন অাহমেদ ভূইয়া।

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. সামিরুল হাসান (৯) নামের এক ছাত্রকে বেধরক বেত্রাঘাত করার ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম সরকার ও অভিযুক্ত সহকারী শিক্ষক মো. হানিফ সরকারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা শিক্ষা অফিসার।

 

রবিবার (২১ এপ্রিল) ওই নোটিশ প্রদান করা হয়। নোটিশে আগামী তিন দিনের মধ্যে ওই ঘটনার জবাব চাওয়া হয়।

এর আগে গত শনিবার (২০ এপ্রিল) ক্লাশ চলাকালীন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মো. সামিরুল হাসানকে বেধরক মারধর করে আহত করে সহকারী শিক্ষক মো. হানিফ সরকার। আহত সামিরুল কলাগাঁও গ্রামের আবুল হাশেম ও হাসিয়া বেগমের ছেলে।

 

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন জানান, ‘শিক্ষার্থীদের বেত্রাঘাত তো দূরের কথা চোখ রাঙিয়ে ভয় দেখানোও নিষেধ।’ তিনি আরও জানান, ছাত্র মো. সামিরুল হাসানকে বেত্রাঘাতের ঘটনায় প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষককে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

Exit mobile version