খেলাধুলাচান্দিনা

চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

 

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

 

খেলায় মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ভোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ২-০ গোলে পরাজিত করে বাড়েরা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

 

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম জাকারিয়া, পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি জাকির হোসেন সরকার লিটন, মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি চন্দন সাহা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব, কাজী জাফর উল্লাহ আজাদ, সুরুজ ভূইয়া, আকতার হেসেন নাদিম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. নূর নবী, আব্দুল ওয়াহাব, মো. নিজাম উদ্দিন, মিজানুর রহমনা পাটোয়ারী, শাহ্ সাইফুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কমল বক্সী, শিক্ষক নেত্রী সাহিদা আক্তার, তরুণ আওয়ামীলীগ নেতা মো. বিল্লাল শেখ, উপজেলা যুবলীগ সাবেক দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে বিজয় ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

 

Close