চান্দিনা

চান্দিনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক অবৈধ পাচার বিরোধী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চান্দিনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক অবৈধ পাচার বিরোধী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আকিবুল ইসলাম হারেছঃ

কুমিল্লার চান্দিনায় মাদক দ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক অবৈধ পাচার বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার( ২৬ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউল হক মীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা থানার উপ-পরিদর্শক সুজন দত্ত,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চলালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো. মাহবুবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম,এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ আরিফ বিল্লাহ,বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী আসমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্হাপক মো. আনোয়ারুল আজীম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, উপজেলা তথ্য কর্মকর্তা সেলিনা আক্তার সুমি, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান সহ চান্দিনা উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন, সাংবাদিক ও ছাত্র – ছাত্রী।

Close