WorkOnJob Student Reward Apps Best Student Reward Apps 2023
দেবিদ্বার

দেবীদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Student Job Reward Apps 2024 Student Job Reward Apps 2024

দেবীদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে জুনায়েদ (৮) ও জিহান (৭) নামে দুই শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে ওই ঘটনা ঘটে।

 

নিহত জুনায়েদ ওই গ্রামের আবু কালাম এর ছেলে জিহান একই বাড়ির মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। উভয়ই নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে অধ্যয়ণরত।

 

একই বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, শিশু দুইটি বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে শিশু জুনায়েদ পানিতে ডুবে যায় এসময় তাকে উদ্ধার করতে গিয়ে রিহানও ডুবে যায়।

 

তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। বিস্তারিত তথ্য খোঁজ নিয়ে দেখবো।

বেকার বসে না থেকে কাজ করুন, মাত্র ৫০ টাকা হলে মোবাইল রিচার্জ, ২০০ টাকা হলে বিকাশ পেমেন্ট। Student Job Reward Apps 2024
Close
Close