চান্দিনা

চান্দিনায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ

চান্দিনায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ

 

চান্দিনা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ওই উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলার ১৩টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ১শত ২৮ টি দুস্থ পরিবারের মাঝে ১ প্যাকেট করে গো-খাদ্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আবদুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম আমিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, দোল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন মাস্টার, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. সেলিম প্রধান, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন রশীদ, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Close