শিক্ষাঙ্গন

স্রষ্টার অপরূপ সৃষ্টি:নারী, লেখক -জসীম ভুঁইয়া

নারীকে নিয়েই জীবন সংসার নারী আল্লাহ তা’আলার এক অপরূপ সৃষ্টি। আর নারীকে ঘিরে প্রকৃতির যত আনন্দ মেলা। কেননা নারীরাই হচ্ছে আমাদের মা-বোন, স্ত্রী ও আমাদের কন্যা।

তাইতো নারীকে নিয়েই জীবন সংসার,নারী স্রষ্টার অপরূপ সৃষ্টি। চেষ্টা করলেও খন্ডন করা যাবে না।

দ্বি অক্ষর বিশিষ্ট শব্দ “নারী”এই নারীর অবদান এবং শোধ করা যাবে না তাদের ঋণ।

নারী ব্যতীত পুরুষের জীবন অর্থহীন ও অসম্পূর্ণ।নারী ছাড়া শুধু জগত সংসারই নয়,পরকালীন জান্নাতও ফাকা।

নারীকে বাদ দিলে শুধু সৃষ্টির সৌন্দর্য্যই কমে না বরং তার প্রাণও আহত হয় মারাত্মকভাবে।

নারীর হৃদ নরম, বসন মসৃণ, মায়াবী আকৃতি, মধুময় কন্ঠ, অমায়িক ব্যবহার, সহজ-সরল আচরণ,মমতার আঁধার, কুসুমের মত কোমল। নারীর তুলনা হয় পূর্ণিমার চাঁদের ও সদ্য প্রস্ফুটিত লোহিত কুমুদের সাথে।

সুতরাং বলা যায় নারী জাতি ভালোবাসা,স্নেহ, মায়া, মমতা ও সম্মান মর্যাদা পাওয়ার যোগ্য। ইসলামের ও সর্বক্ষেত্রে নারীকে সর্বোচ্চ সম্মান ও যথাযথ অধিকার দিয়েছে।

আর এই কথা সবাইকে মনে রাখতে হবে যে,নারীর সম্মান মানে মানবতার সম্মান আর নারীর অপমান মানে মানবতার অপমান।

Close