আন্তর্জাতিক

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হুন মানেট

Hun Manet is the new Prime Minister of Cambodia

কম্বোডিয়ায় চার দশক ধরে ক্ষমতায় থাকা হুন সেনের ছেলে হুন মানেটকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা নরোদম সিহামনি। মসনদে বসার আগে মানেটকে সংসদে আস্থা ভোটে জিততে হবে। খবর: ডয়চে ভেলে।

মানেটকে নিয়োগ দেয়ার বিষয়ে রাজার ডিক্রি জারির খবর হুন সেন তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন।

সাবেক খেমার রুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করেছেন। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তিনি রাজনীতি থেকে অবসরে গিয়ে বড় ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার ঘোষণা দেন।

ওই নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) সংসদের নি¤œকক্ষের ১২৫টি আসনের মধ্যে ১২০টি আসনে জয়লাভ করে।

বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। পশ্চিমা দেশগুলো এ নির্বাচনকে প্রতারণা বলে উল্লেখ করেছে।

নির্বাচন শেষে কম্বোডিয়ায় কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিদেশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। কারণ দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না।

ক্ষমতায় থাকাকালে হুন সেন বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমন ব্যক্তিদের দেশ ছাড়তে বাধ্য করেছেন এবং বাকস্বাধীনতা খর্ব করেছেন বলে অভিযোগ রয়েছে।

হুন সেনের ছেলে মানেট একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির কাউন্টারটেররিজম বিভাগের প্রধান। গত মাসের নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হয়েছেন। ৪৫ বছর বয়সী মানেট যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। তরুণ বয়সটা তিনি বিদেশে কাটিয়েছেন।

তবে পশ্চিমে বেড়ে উঠলেও দেশ শাসনের সময় তিনি পশ্চিমা ধারার দিকে ঝুঁকবেন বলে বিশ্লেষকরা আশা করছেন না। এছাড়া তার বাবা রাজনীতি থেকে সরে গেলেও প্রয়োজনে তিনি প্রভাব খাটাবেন বলে জানিয়েছেন।

হুন মানেট সিপিপির স্থায়ী কমিটির একজন সদস্য এবং দলটির যুব শাখার কেন্দ্রীয় কমিটির উপপ্রধান।

Tags
Exit mobile version