জাতীয়

আমলনামা যাচাই-বাছাই করছি, বাদ পড়বেন অনেকেই: শেখ হাসিনা

বর্তমান সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার আমলনামাই আমার হাতে এসেছে। সবার আমলনামা যাচাই-বাছাই করছি, গত কয়েকদিন ধরে ৫০ জন বর্তমান সংসদ সদস্যদের রিপোর্ট দেখেছি, আজ আরও ২০ জনের দেখলাম। অনেকের অবস্থা ভালো না। এদের অনেকেই মনোনয়ন পাবেন না, বাদ পড়বেন।শুক্রবার (২৬ অক্টোবর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং  সংসদীয় দলের যৌথ সভায় তিনি এব কথা বলেছেন বলে সূত্র জানিয়েছে।আওয়ামী লীগ সুত্রে জানা গেছে, আগামী নির্বাচন সামনে রেখে প্রাথী মনোনয়নের জন্য দলের বর্তমান সংসদ সদস্যদের কর্মকাণ্ডের ওপর বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে ।এসব  রিপোর্ট এরই মধ্যে   আওয়ামী লীগ সভাপতির কাছে জমা পড়েছে। ওইসব রিপোর্ট যাচাই-বাছাই করছেন প্রধানমন্ত্রী নিজেই্। বেশ কয়েকজন সংসদ সদস্যের কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন পাওয়া গেছে।  তাদের এবার মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা।বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি আসন্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। আসন্ন নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

Close