চান্দিনা

চান্দিনায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চান্দিনায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

 

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’” এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় ৫ম জাতীয় ভোটার দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি বের করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও ভোটার দিবস উদযাপন কমিটি সভাপতি তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশন (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার ও ভোটার দিবস উদযাপন কমিটি সদস্য সচিব আশরাফুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, সাংবাদিক কাজী রাশেদ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূরনবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোহাম্মদ ছালামত উল্লাহ খন্দকার,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্হাপক মো.আনোয়ারুল আজীম, উপজেলা তথ্য আপা, তথ্য কেন্দ্র মোসা.সেলিনা আক্তার সুমিসহ চান্দিনা উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

Close