চান্দিনা

চান্দিনায় কৃষক বেশে পুলিশের অভিযান; ১০ জুয়ারী আটক

চান্দিনায় কৃষক বেশে পুলিশের অভিযান; ১০ জুয়ারী আটক

কুমিল্লার চান্দিনায় জুয়া খেলার জন্য খোলা মাঠ বেছে নিয়েছে জুয়ারী চক্র। যাতে কোন আসলে দূর থেকেই দেখা যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে জুয়ারীদের এমন কৌশল।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চান্দিনা-দাউদকান্দি সার্কেলের সহকারি পুলিশ সুপার বিষয়টি জানার পর জুয়ারীদের ধরতে ছক আঁকতে শুরু করেন। পরবর্তীতে গত ২৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে পুলিশ ফোর্স নিয়ে কৃষক বেশে চান্দিনা উপজেলার ঘাটিগড়া এলাকার বিশাল মাঠের মাঝে ত্রিপল টানিয়ে বসা জুয়ার বোর্ডে অভিযান চালান। পুলিশের অভিযানে ১০ জুয়ারীকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এসময় জুয়ার বোর্ড থেকে প্রায় ৪০ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার দারোরা গ্রামের এরশাদ মিয়ার ছেলে মো. মামুন (২৫), কংগাই গ্রামের মৃত লক্ষণ চন্দ্র সরকারের ছেলে অমর চন্দ্র সরকার (১৯), মহিচাইল গ্রামের মৃত জামাল উদ্দিন এর ছেলে নুরুল ইসলাম (৩৮), কংগাই গ্রামের ছিদ্দিকুর রহমান এর ছেলে মো. আব্দুল জলিল (২৪), পুনসাই গ্রামের মোবারক হোসেন মো. ওয়াসিম (৩২), কেশেরা গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে সাইদুল ইসলাম (২৮), হোসেনপুর গ্রামের মৃত মোতালেব এর ছেলে সাইফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর আলম এর ছেলে সোহেল মজুমদার (৩৫), মৃত ইয়াছিন মজুমদারের ছেলে মো. আলিম মজুমদার (২৫), ছিদ্দিুকুর রহমান এর ছেলে শওকত হোসেন (১৯)।

Close