দেবিদ্বার

কুমিল্লার দেবিদ্বার ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আজ কুমিল্লার দেবিদ্বার ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় লেইজার স্পট মায়ামীতে।

প্রথম অধিবেশনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,দ্বিতীয় অদিবেশনে কুমিল্লাস্থ ছাত্র ছাত্রী কল্যান পরিষদের সাধারন সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি জনাব আবু কাউসার অনিক ও ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক যুবাইদা নুর ওভিক্টোরিয়া কলেজের বাংলা ভিভাগের সহকারি অধ্যাপক নুরে আলম স্যারের এর স্বাক্ষরে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি দেওয়া হয়।  আগামী দুই বছরের জন্য  কমিটি নিন্মরুপ।

সভাপতি: 

কাজী তালহা বীন হাসান (কুভিক)

সহ-সভাপতি: 

সাদেকুর রহমান (কু.বি.)

মো: ঈসমাইল হোসেন (কুভিক)

মো: আশরাফুল ইসলাম (কুভিক)

মহসিন আলম (কুভিক)

সাধারণ সম্পাদক:

ছাব্বির আহমেদ চৌধুরী (কু.বি.)

যুগ্ন-সাধারণ সম্পাদক:

মামুনুর রশিদ (কুভিক)

এরশাদ রানা (কুসক)

আশিকুর রহমান চৌধুরী (কুভিক)

সাংগঠনিক সম্পাদক:

মো: শফীকুল ইসলাম (কু. বি.)

মঞ্জুরুল ইসলাম রানা (কুভিক)

দিদারুল আলম ফয়েজ (কুভিক)

ছাদেক হোসেন বেপারী (কুভিক)

প্রচার সম্পাদক:

আবু ছাহিন সানি (কুভিক)

উপ প্রচার সম্পাদক:

নাইম হাসান নাইম (কুভিক)

দপ্তর সম্পাদক:

সোহাগ মিয়া (কুভিক)

উপ দপ্তর সম্পাদক:

আল-আমিন হোসেন (কুভিক)

অর্থ বিষয়ক সম্পাদক:

তোফায়েল আহম্মেদ (কুভিক)

শিক্ষা ও পাঠচক্র সম্পাদক:

মাহিন (কুভিক)

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:

ইসরাফিল আলম (কুভিক)

উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:

মোহন চক্রবতী (কু.বি.)

ক্রিয়া বিষয়ক সম্পাদক:

সাইফুল ইসলাম রিয়াজ (কুভিক)

উপ ক্রিয়া বিষয়ক সম্পাদক:

সাব্বির জাহান নাইম (কুভিক)

কামাল হোসাইন (কুভিক)

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক:

শাফকাত জাহান বাঁধন (কুভিক)

তথ্য বিষয়ক সম্পাদক :

নাজমুল হাসান (সিসিএন)

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker