জাতীয়
চান্দিনার দঃ জোয়াগে নৌকার প্রচারণায় আবদুল বাতেন খাঁন ও ওমর ফারুক।

চান্দিনার দঃ জোয়াগে নৌকার প্রচারণায় আবদুল বাতেন খাঁন ও ওমর ফারুক।
মোঃ হোসাইন আহমেদ(চান্দিনা)প্রতিনিধি
চান্দিনার জোয়াগ ইউনিয়নের দঃ জোয়াগ আওয়ামীলীগ পার্টি অফিসে এলাকার ভোটারদের সাথে কি ভাবে নৌকা মার্কা কে বিজয় করা যায় এই সম্পর্কে আলাপ আলোচনা করেন জোয়াগ ইউনিয়নের আওয়ামীলীগের প্রভাবশালী নেতা গনমানুষের নেতা অধ্যাপক আলী আশরাফের বিশ্বস্ত আস্থাভাজন মোঃ আবদুল বাতেন খাঁন সহ সাথে নির্বাচনে কিভাবে নৌকা কে বিজয়ী করা যায় সেই লক্ষ মাঠে কাজ করতে এলাকায় আসেন জনপ্রিয় অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও বিশিষ্ট সমাজ সেবক,ও ব্যাবসায়ী বঙ্গবন্ধুর আদর্শের সেনিক,যিনি সত্য বলতে পিছঁপা হয়না,অধ্যাপক আলী আশরাফের রাজপথের লড়াকু সৈনিক ওমর ফারুক সহ স্থানীয় নেতৃবৃন্ধু উপস্থিত ছিলেন।
চান্দিনার দঃ জোয়াগে নৌকার প্রচারণায় আবদুল বাতেন খাঁন ও ওমর ফারুক।





