জাতীয়তথ্য প্রযুক্তি

মানবিক কারণে এই পোস্ট টি শেয়ার করুন প্লিজ।

মানবিক কারণে এই পোস্ট টি শেয়ার করুন প্লিজ।

আপনার একটি শেয়ার হয়তো সাহায্য করতে পারে
হতভাগ্য পরিবারকে; ফিরে পেতে পারে তাদের প্রিয় সন্তান, একজন স্ত্রী তার স্বামী, সন্তানেরা তাদের বাবা, বোনেরা ফিরে পেতে পারে তাদের একমাত্র ভাইকে। তাই প্লিজ শেয়ার করুন।

* জরুরি #সন্ধান_চাই *

ভদ্রলোকের নাম: আহসান হাবীব (পলাশ)
বয়স: ৫০+
বারডেম হাসপাতালে ( শাহবাগ ) চিকিৎসাধীন অবস্থায়, গতকাল ১০ ডিসেম্বর ভোর রাত ৩:৩০ থেকে মি.আহসান হাবিব পলাশকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। রমনা থানায় তার নিখোঁজ হওয়ায় ডায়রি করেছে (জিডি নং : ৫৬১) তার পরিবার।
ভদ্রলোকের শারীরিক অসুস্থতায় বারডেমে চিকিৎসা নিচ্ছিলেন। সিজোফ্রেনি়য়ার ব্যাকগ্রাউন্ড আছে। এবং অনেকটাই স্মৃতিভ্রষ্ট। সবসময় বাড়ির ঠিকানাও বলতে পারেন না।

কোনো সহৃদয় ব্যক্তি তাকে পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে দয়াকরে 01979113353 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
★ পোস্টটি দয়াকরে শেয়ার করুন।
( কপি ও শেয়ার করেছি মী মামুনুর রশীদের ওয়াল থেকে)

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker