ফিচার

শীতের অফার জানাতে মার্সেল ব্র্যান্ডের ব্যাপক প্রচার প্রচারণা

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৫ এর আওতায় ‘‘মার্সেল ফ্রিজ উইন্টার ফেস্টিভাল’’ ৩০০ ফ্রিজ ফ্রী এই স্লোগান কে সামনে রেখে মার্সেল ব্র্যান্ডের অভিনব প্রচার অত্র অঞ্চলের জনগণ কে মাতিয়েছে মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর সুমাইয়া ইলেক্ট্রনিক্স। মার্সেল পণ্য ক্রয় করলে ক্রেতারা পেতে পারেন ৩০০ পিছ ফ্রফ্রী সহ অসংখ ক্যাশ ভাউচার এবং নিশ্চিত  ক্যাশব্যাক সুবিধা। কুমিল্লা সহ সারা দেশ ব্যাপি বিভিন্ন শোরুমে দেদারসে বিক্রি হচ্ছে মার্সেল ব্র্যান্ডের গ্লাসডোর ফ্রিজ, ডিপ ফ্রিজ, ইনভার্টার-আয়োনাইজার এসি, স্মার্ট এলইডি এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য ইতিমধ্যে ইলেক্ট্রনিক্স পণ্যের ক্রেতাদের মন জয় করে নিয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর সুমাইয়া ইলেক্ট্রনিক্স সম্প্রতি কুমিল্লা জেলার চান্দিনাই এবং এর আশেপাশের এলাকায় এক অভিনব প্রচার করে, যা এলাকায় এক ভিন্ন আমেজ তৈরি করে। প্রচারণার অংশ হিসাবে এক বর্ণাড্য র‌্যালি করা হয় র‌্যালিটি উদ্বোধন করেন মার্সেল এর সহকারী পরিচালক জানাব নুরুল ইসলাম রুবেল এতে ৫০ জন নারী সহ অংশ গ্রহণ করেন এবং আনুমানি সহ¯্রাধিক স্থানিয় জনগণ এবং সু-সজ্জিত ৫ টি পিকাব ভ্যান  ও ৫ প্রাইভেট  কার এ ছারাও ৫০ এর অধিক মোটরসাইকেল  চান্দিনার বিভিন্ন সরক  ও জনপথে  রোড-শো  আয়জন করা হয় যা দেখার জন্য রাস্তার দু পাশে হাজার হাজার উৎসুক জনতার আগমন ঘটে। এলাকায় সড়ক পথে ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং ব্যান্ডপার্টি যোগ হয়ে রোডশোতে অংশ নেয়।

 

সুমাইয়া ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী আব্দুল আহাদ লিটন বলেন, মার্সেল ব্র্যান্ডের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে মার্সেল বাজারে বিক্রির দিক থেকে শীর্ষে অবস্থান করছে। ক্রেতারা মার্সেল এর পণ্য সার্ভিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডিজিটাল ক্যাম্পেইন পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করছে। এবার চলছে এই আয়োজনের সিজন-৫। এর আওতায় মার্সেল পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা  মার্সেল পণ্য ক্রয় করলে ক্রেতারা পেতে পারেন ৩০০ পিছ ফ্রিজ ফ্রী সহ অসংখ ক্যাশ ভাউচার এবং নিসছিত ক্যাশব্যাক সুবিধা। বিক্রয়োত্তর সেবা আরো সহজতর করতে গ্রাহকদের অনলাইন ডাটাবেজ তৈরির জন্য ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। গত বছর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চালানো ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১ এর আওতায় মার্সেল পণ্য কিনে আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট পেয়েছিলেন বেশ কয়েকজন ক্রেতা। সিজন-২ ও ৩ এ হাজার হাজার ক্রেতা ফ্রি পেয়েছেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন পণ্য। এবং সিজন-৪ লাখ লাখ টাকা ক্যাশব্যাক সুবিধা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker