চান্দিনা
চান্দিনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

চান্দিনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত
রিপন অাহমেদ ভূইয়া।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লার চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চান্দিনা পূর্ব বাজারে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
সভায় চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে এবং চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. দুলাল মিয়া, চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন, কাপড় ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাহারুল ইসলাম বাহার, বশির আহম্মেদ, হাজী জাহাঙ্গীর আলম, রতন দেবনাথ, তপন দত্ত, আবদুল হান্নান স্বপন, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন প্রমুখ।
সভায় আগামী পবিত্র রমজান মাসে ব্যবসা প্রতিষ্ঠানে সমিতি নির্ধারিত পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহায়তা কামনা করা হয়। সভায় চান্দিনা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চান্দিনা বাজার বণিক সমিতি ও কমিউনিটি পুলিশ অঞ্চল-০১ এর ২৮ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।