চান্দিনা
চান্দিনার মাধাইয়ায় অ’গ্নি’কা’ণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান এলডিপি’র

চান্দিনার মাধাইয়ায় অ’গ্নি’কা’ণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান এলডিপি’র
।। চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অ’গ্নি’কা’ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতৃবৃন্দ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ এর নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম স্থানীয় এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তারা ক্ষতিগ্রস্ত ৭৩ টি ব্যবসায় প্রতিষ্ঠান মালিক ও দোকানের ভিটি মালিকদের পাশে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। উপস্থিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আবদুল সামাদ আড়তদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি হাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান, মাধাইয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক মাহফুজুত রহমান, গ্রীস প্রবাসী ছফিউল্লাহ, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, এলডিপি নেতা আবদুস ছাত্তার, ছফিউল্লাহ,মানিক, মামুন প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অ’গ্নি’কা’ন্ডে ডাকঘর, মসজিদ এবং মাদ্রাসা সহ ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই পু’ড়ে ছাই হয়ে গেছে। এতে এসব প্রতিষ্ঠানের ১১ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া বাজারে ওই অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটে। বাজারের একটি মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানগুলোর বেশিরভাগই কাঠ-বাঁশ ও টিন শেডের। ফলে আগুনের লে’লি’হান শি’খা দ্রুত অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ওই বাজারটির বেশিরভাগ অংশই ভ’স্মী’ভূত হয়েছে।