চান্দিনা
চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি

চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি
।। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় বেসরকারি সংস্থা আশা’র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবর্তী গাভী পালন প্রশিক্ষণ ও গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন কর্মসূচি কার্যক্রম পরিচালনা করেন বেসরকারি সংস্থা আশা।
বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী চান্দিনা পৌরসভার ছায়কোট পুরাতন গরু বাজারে উপজেলার প্রান্তিক খামারীদের প্রায় ২শত ৫৫টি গরুকে গবাদিপশুর রোগ ও প্রতিরোধে করণীয় টিকা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এল.এফ.এ মো .সাইফুল্লাহ আল শাদী ও এল.এফ.এ আব্দুল হান্নান মজুমদার। প্রাণিসম্পদ অধিদপ্তর কারিগরী সহযোগিতায় আশা সংস্থা’র বাস্তবায়নে ওই টিকা প্রদান করা হয়।
এর আগে বুধবার সকাল ১১টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাওলানা ভাসানী অডিটোরিয়ামে আশা’র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চান্দিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার। অনুষ্ঠানে আশা সংস্থার পক্ষে শুভেচ্ছামূলক বক্তব্যে সিনিয়র আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ ইকরাম হোসেন বলেন- প্রান্তিক খামারীদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে। এ পদ্ধতি কাজে লাগিয়ে আপনাদেও খামারে উন্নত জাতের গাভী পালন করে অধিক পরিমাণ লাভবান হওয়ার পাশাপাশি এলাকার বেকার যুবকদের উন্নত জাতের গাভী পালন করে বেকারত্ব দূর করে সাবলম্বী হতে সহযোগিতা করবেন। এসময় আশা কেন্দ্রীয় কার্যালয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ খোরশেদ আলম, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আওলাদ হোসেন, আশার (এগ্রিকালচার) টেকনিক্যাল অফিসার মো. মনজুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও চান্দিনা জেলার বিভিন্ন উপজেলার খামারীরা উপস্থিত ছিলেন।