অপরাধ

দক্ষিণ বাড্ডা এলাকায় ফেরি করে গাঁ’জা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফ’তার করেছে বাড্ডা থানা পুলিশ।

দক্ষিণ বাড্ডা এলাকায় ফেরি করে গাঁ’জা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফ’তার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফ’তারকৃতরা হলো-১। মোঃ ইয়াসিন শিকদার (২৭), ২। মোঃ মাসুদ রানা (৩২) ও ৩। মোঃ সাইফুল ইসলাম ওরফে সানি (৩৪)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২:৩০ ঘটিকায় দক্ষিণ বাড্ডার শিমুলতলা থেকে তাদেরকে গ্রেফ’তার করা হয়। গ্রেফ’তারের সময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁ’জা উদ্ধার করা হয়।

Close