রাজনীতি
৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগে বিএনপি’কে জাতীয় সরকার গঠন করতে হবে’ – এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
‘৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগে বিএনপি’কে জাতীয় সরকার গঠন করতে হবে’
– এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
।।চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি’র নেতৃত্বে জাতীয় সরকার গঠন করতে হবে। বিএনপি’র সাথে অন্যান্য যেসব দল আওয়ামী লীগ সরকরের পতনের জন্য যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছিলো তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সরকার গঠিত হলে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে জন্য যে ৩১ দফা তারা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশো’র এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি ঘোষিত ‘৩১-দফা’ নিয়ে ওই সেমিনারের আয়োজন করে বিএনপি।
‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক ওই সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি। যা আজকে বিএনপি মহাসচিব পুনরায় জানিয়েছেন। এই দাবিগুলো আসলে এলডিপি’র দাবি।
এতে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল এর সঞ্চালনায়- উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডা. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, অন্যদলের মধ্যে লিবারেল ডেমেক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক এনজিপির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।