শিক্ষাঙ্গন
চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
।। মো. আবদুল বাতেন ।।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান বুধবার (২০ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার।
আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সুপার মাও. দ্বীনুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাদ্রাসার মুহাদ্দিস মাও. আলী আশরাফ কুটুম্বপুরী, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও কচুয়া মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল, মাওলানা নুরুল ইসলাম হেলালী। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্’র শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।