চান্দিনা
চান্দিনায় ৬৫টি মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি; কমেছে ১১টি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারিতে প্রশাসন
চান্দিনায় ৬৫টি মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি; কমেছে ১১টি
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারিতে প্রশাসন
।। মাসুমুর রহমান মাসুদ ।।
কুমিল্লার চান্দিনায় এবার ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এখন রং ও তুলির কাজ চলছে। আগামী ১০ অক্টোবর মহা সপ্তমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এদিকে গত বছর ৭৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিলো। এবার অর্থনৈতিক সঙ্কট, মৃত্যু জনিত কারণ সহ ধর্মীয় রীতিনীতির কারণে উপজেলার ১১টি পূজা মন্ডপে হচ্ছে না দুর্গা পূজা।
এদিকে, পূজায় সরকারি সহায়তায় মন্ডপ প্রতি ৫শ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া অর্থনৈতিক সঙ্কটে থাকা ১২টি মন্ডপে পৃথকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে। এবছর দেবী দোলায় (পালকি) আগমন আর দশমী শেষে ঘোটকে (ঘোড়ায়) প্রস্থান করবেন। পূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় চান্দিনা উপজেলা প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ব্যাপক নজরদারির পদক্ষেপ নিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভায় ১৩টি, শুহিলপুর ইউনিয়নে ১টি, মাধাইয়া ইউনিয়নে ২টি, মহিচাইল ইউনিয়নে ৭টি, কেরনখাল ইউনিয়নে ৮টি, বাড়েরা ইউনিয়নে ৭টি, এতবারপুর ইউনিয়নে ১টি, বরকইট ইউনিয়নে ৩টি, মাইজখার ইউনিয়নে ১১টি, গল্লাই ইউনিয়নে ৭টি, দোল্লাই নবাবপুর ইউনিয়নে ১টি, বরকরই ইউনিয়নে ৪টি, জোয়াগ ইউনিয়নে ২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে এবার বাতাঘাসী ইউনিয়নে কোন পূজামন্ডপ নেই।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চান্দিনা উপজেলা শাখার সভাপতি দিপক আইচ জানান, চান্দিনায় এবার ৬৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ ৩০টি, গুরুত্বপূর্ণ ২৫টি, সাধারণ ১০টি। প্রতিমা তৈরী (কারিগর দ্বারা) ২৫ টি, রেডিমেট প্রতিমা ৩২ টি। স্থায়ী প্রতিমা ৮টি। তিনি আরও জানান, মৃত্যু জনিত কারণ সহ ধর্মীয় রীতিনীতির কারণে ১১টি মন্ডপে এবার পূজা হচ্ছে না।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, যে কোন সময়ের তুলনায় এ বছর প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। আনসার, পুলিশ, র্যাব এর পাশাপাশি কঠোর অবস্থান থাকবে সেনাবাহিনীও। এছাড়া সাদা পোশাকেও অবস্থান নিবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ১১টি পূজা মন্ডপে কেন দুর্গা পূজা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, ২টি মন্ডপে মৃত্যু জনিত কারণে পূজা হচ্ছে না। যে সব মন্ডপে এবার পূজা হচ্ছে না তারা পাশর্^বর্তী মন্ডপে দুর্গা পূজা উদ্যাপন করবে বলে আমাকে জানিয়েছে। প্রশাসনের পাশাপাশি মন্ডপ কর্তৃপক্ষ স্থানীয় গণ্যমান্য লোকদের নিয়ে আলাদা স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কমিটি গঠন করার নির্দেশনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।