শিক্ষাঙ্গন

চান্দিনায় মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা জাতিয়করণের দাবতে মানববন্ধন:

চান্দিনায় মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা জাতিয়করণের দাবতে মানববন্ধন:
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

।।চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।
মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে উপজেলার সব হাই স্কুল ও মাদ্রাসার প্রধান এবং শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন। চান্দিনার ইউএনও নাজিয়া হোসেন স্মারকলিপিগুলো গ্রহণ করেন।

স্মারকলিপিতে জাতীয়করণের দাবির পাশাপাশি সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়। এছাড়া তারা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বৈষম্যের বিষয় তুলে ধরে এগুলোর সুষ্ঠু সমাধান চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, আন্দোলনের সমন্বয়ক রানীচড়া মহিলা মাদ্রাসার সুপার মো. মোশারফ হোসেন, মোহনপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আফাজ উদ্দিন, রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাদেকুল ইসলাম, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির ভূইয়া।

Close