কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকারের উপর সন্ত্রাসী হামলা;
হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে হামলাকারীরা
।। ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ঘটেছে। হামলাকারীর চাপাতির কোপে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয় স্বেচ্ছাসেবকলীগ নেতার।
রবিবার (১৬ জুন) দুপুর সোয়া ২টায় দেবীদ্বার উপজেলাধীন বাগুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত লিটন সরকার (৪৫) ওই গ্রামের মরহুম আব্দুল মজিদ সরকার এর ছেলে। উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায়ই ছাত্রলীগ রাজনীতির সাথে যুক্ত হন তিনি। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতাও ছিলেন লিটন সরকার। পরবর্তীতে স্বেচ্ছাসেবকলীগে যুক্ত হয়ে করোনা কালীন সময়ে করোনায় নিহত ব্যক্তিদের নিজ হাতে দাফন ও অস্বচ্ছলদের সহায়তা করে আলোচনায় আসেন তিনি। তার এমন কর্মকান্ডে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদ লাভ করে লিটন সরকার।
আহত লিটন সরকারের ছোট ভাই সারোয়ার সরকার জানান, ভাই (লিটন সরকার) বাগুর মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বাগুর তরকারি বাজারে সবজি কেনার সময় একই গ্রামের কাউসার নামের এক সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে চাপাতি পিছন থেকে কোপ দেয়। সামনে থাকা লোকজন চিৎকার দিলে ভাই পিছন ফিরে চাপাতি ধরতে গেলে ধারালোর অস্ত্রের আঘাতে বাম হাতের বৃদ্ধাঙ্গল মাটিতে পড়ে যায়। বর্তমানে ভাইকে নিয়ে আমরা রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিটে আছি।
হামলাকারী কাউসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নয়ন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে গিয়েছি। হামলকারী কাউসার এর সাথে লিটন সরকারের টাকা পয়সা লেনদেন সংক্রান্ত একটি ঝামেলায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।