কুমিল্লা সদর দক্ষিণফিচাররাজনীতি

সকাল থেকেই লাকসামের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

কুমিল্লা: দেশের ১৩৯টি উপজেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে একটি কুমিল্লার লাকসাম উপজেলা।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
তবে সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কমেছে। অন্য সব ভোটকেন্দ্রের মতো নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটকেন্দ্রের বাইরে লোকজনের ভিড় দেখা গেছে। সেখানে মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি নেই।

কিছু সময় পরে, মোবাইল গ্রুপ মাঝখান দিয়ে চলে। বাইরে টহল দিচ্ছে র‌্যাবের একটি দল। 18 থেকে 19 বছর বয়সী পাঁচ বা ছয়জন যুবক ভোটারদের সারিতে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া ভোটার ছিল কম।

তারা মাঝখানে না গিয়ে অন্য ভোটারদের মতো ভোট দেয়। তারা লাইনে দাঁড়িয়ে গলায় প্রার্থীর ব্যাজ পরে।
যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন তারা ভোট দেয়নি, তখন তরুণরা উত্তর দেয়: “আমরা যদি ভোট দিই, তাহলে আমরা ভোটারদের রাস্তায় দেখতে পাব না।

এদিকে আরেক যুবক আঞ্চলিক ভাষায় বলেন, “আন্না, সাংবাদিকরা এডিট করছেন (আরও বেশি ভোটার দেখানোর জন্য ছবি এডিট করছেন) এবং ভোটারদের সংখ্যা বাড়াচ্ছেন।

কেন্দ্রের চেয়ারম্যান আনোয়ারুল আজিম জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৫৬০ জন। সব বুথে কিছু ভোট পড়েছে। সময়ের সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছি।

Exit mobile version