চান্দিনা
চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান পুত্রের পূজা মন্ডপ পরিদর্শন
চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান পুত্রের পূজা মন্ডপ পরিদর্শন
চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চান্দিনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ড.রেদোয়ান আহমেদ এর পুত্র ও আরএনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সুলতান মঈন আহমেদ রবিন। রবিবার (২৩ অক্টোবর) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে যান তিনি। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ.কে.এম শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সিরাজ, এলডিপি নেতা অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া, প্রভাষক মোঃ রুহুল আমিন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সাধারণ সম্পাদক আবুল হাশেম, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোবারক হোসেন মোবা । এসময় এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।