চান্দিনা

চান্দিনা পৌর সুপার মার্কেটে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় বন্ধে জনসচেতনতা মূলক সভা

 

চান্দিনা পৌর সুপার মার্কেটে নকল ও ভেজাল ঔষধ বিক্রয় বন্ধে জনসচেতনতা মূলক সভা

 

 

কুমিল্লার চান্দিনায় মেয়াদ উত্তীর্ণ নকল, ভেজাল, রেজিষ্ট্রেশন বিহীন, ফিজিশিয়ান স্যাম্পল, সরকারি ঔষধ বিক্রয় ও প্রেশক্রিপশন বিহীন এন্টিবায়োটিক বন্ধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা পৌর সুপার মার্কেটে ঔষধ প্রশাসন কুমিল্লা এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চান্দিনা উপজেলা শাখার আয়োজনে ওই সভা হয়। এতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চান্দিনা পৌর শাখার সভাপতি দত্ত মেডিকেল হল এর স্বত্তাধিকারী বাবু তপন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন – বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রগতি মেডিকেল হল এর স্বত্তাধিকারী বাদল রায়।

 

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চান্দিনা পৌর শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ভূইয়া মেডিকেল হলের স্বতাধিকারী দীজেন্দ্রনাথ দত্ত পিন্টু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কিংকর সাহা, হারুন অর রশিদ, লক্ষন দাস, মুকুল হোসেন, মানিক চক্রবর্তী সহ চান্দিনা উপজেলার সকল ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

 

 

 

Close