জাতীয়তথ্য প্রযুক্তি

পুলিশ সদস্য ২১৭ জন প্রাণঘাতী এই ভাইরাস দ্বারা আক্রান্ত

মহামারি করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান লকডাউনে মানুষকে ঘরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করা পুলিশ সদস্যদের ২১৭ জন প্রাণঘাতী এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন।

বুধবার পুলিশ সদরদপ্তরের একটি সূত্র তথ্য জানিয়েছে।

ওই সূত্রটি জানায়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন আরও ২১ জন পুলিশ সদস্য।

বুধবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ পুলিশের সদ্যনিযুক্ত আইজি বেনজীর আহমেদ নিজেদের নিরাপত্তা বজায় রেখে সব ইউনিটের পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান।

পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়ে সাবেক আইজিপি একেএম শহীদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এরকম সংকটের সময় পুলিশ সদস্যরা সামনে থেকে কাজ করে যান। ফলে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।”

“পুলিশের সে সদস্যরা এসময় আক্রান্ত বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের আশেপাশে দায়িত্ব পালন করছেন তাদের সকলেরই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করা উচিত”

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে এ পর্যন্ত ১২০ ব্যক্তির মৃত্যু হয়েছে। আক্রান্ত অবস্থায় আছেন আরও ৩ হাজার ৭৭২ জন।

সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Close