চান্দিনা

চান্দিনায় অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত।

চান্দিনায় অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত।

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সানজিদা আক্তার।

মঙ্গলবার (২২) সকালে চান্দিনা ফায়ার স্টেশন কর্তৃক আয়োজিত অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া চান্দিনা থানায় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান পরিচালনা করেন স্টেশন অফিসার মোঃসফিক উদ্দিন। বিভিন্ন প্রতিষ্ঠানে,বাসা- বাড়িতে আগুন লাগলে কি ভাবে আগুন নিভাতে হয় ও কিভাবে মানুষকে উদ্ধার করতে হয় সেই সচেতনমূলক প্রশিক্ষন দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস উদ্দিন মুহাম্মদ ইলিয়াস,চান্দিনা থানার তদন্ত অফিসার মোঃ ওবায়দুল হক,এস আই মোঃ গিয়াস উদ্দিন, এস আই ডালিম কুমার মজুমদার,এস আই আহাদ, এস আই মোঃ নোমান,এস আই লক্ষন, এস আই মনিরুল ইসলাম চৌধুরী, এস আই হারুন, এস আই নাজির,এস আই শাহ আলম, এ এস আই মনজুর, এ এস আই নাজিম,এ এস আই ইসমাইল হোসেন, এ এস আই বিলকিস বেগম, চান্দিনা থানার কনষ্টবলবৃন্দ , চান্দিনা ফায়ার স্টেশন অফিসার মোঃসফিক উদ্দিন ও ফায়ার স্টেশনের সদস্যগন।

 

Close