জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জীবন ও জীবিকার বাজেট উত্থাপন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জীবন ও জীবিকার বাজেট উত্থাপন।

 

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। তবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যসেবা খাত ও সামাজিক নিরাপত্তার উপর জোর দেয়া।

 

প্রস্তাবিত বাজেটে পরিষ্কারভাবে অগ্রাধিকার দেয়া হয়েছে স্বাস্থ্যসেবা খাতকে। এই খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৪১ হাজার ২৭ কোটি টাকা, যা জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭ দশমিক ২ শতাংশ। গত অর্থবছরে (২০১৯-২০) এই খাতে বরাদ্দ ছিল ২৯ হাজার ৪৬৪ কোটি টাকা। কোভিড-১৯ মোকাবেলায় যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।

 

করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের কথা ভেবে অগ্রাধিকার দেয়া হচ্ছে সামাজিক নিরাপত্তায়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নতুন করে দারিদ্র সীমার নিচে চলে যাওয়া মানুষদের কথা মাথায় রেখে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মােট ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১৬.৮৩ শতাংশ এবং জিডিপির ৩.০১ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে বাজেটে এই খাতে বরাদ্দ ছিলো ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা। সাড়ে ১০ লাখ নতুন উপকারভোগী যোগ হবে বিভিন্ন ভাতার আওতায়। এছাড়াও নিম্ন মধ্যম আয়ের মানুষের কথা মাথায় রেখে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে, মহিলাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। বর্তমানে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা।

 

#Budget2020

Close