তথ্য প্রযুক্তি

মুরাদনগরের সাড়ে ছয় লাখ মানুষ কেন আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুনকে উন্নয়নের মডেল বলে অভিহিত করে!

মুরাদনগরের সাড়ে ছয় লাখ মানুষ কেন আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুনকে উন্নয়নের মডেল বলে অভিহিত করে!!

 

০১।বাঙ্গরা বাজার থানা প্রতিষ্ঠা।

০২।শ্রীকাইল কলেজ সরকারী করন।

০৩।বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ০৮ থেকে ৩২ মেগাওয়াটে উন্নতি।

০৪।সোলার প্যানেল স্থাপন ৩০৮০টি।

০৫।১২৪টি নতুন প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান, 

০৬।৩১টিদাখিল ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান 

০৭।০৪টি কলেজে আধুনিক ০৪তলা ভবন নির্মান(কোম্পানিগঞ্জ, আলীরচর,কোড়েরপাড়,চাপিতলা) বরাদ্দের পরিমান প্রতিটি প্রায় ২.৫০ কোটি টাকা।

০৮।কোম্পানিগঞ্জ -মুরাদনগর-হোমনা সড়ক ২৪কিলোমিটার মেরামত বরাদ্দের পরিমান ২৩কোটি টাকা।

০৯।কোম্পানিগঞ্জ -গাজিরহাট সড়ক ১৯কিলোমিটার বরাদ্দের পরিমান ১৭কোটি টাকা

১০।ইলিয়টগঞ্জ – মুরাদনগর- রামচন্দ্রপুর সড়ক মেরামত ৩৫কিলোমিটার বরাদ্দের পরিমান ৩০কোটি টাকা।

১১।রাজাচাপিতলা- বিষ্ণুপুর-রামচন্দ্রপুর-পাচকিত্তা সড়ক মেরামত ১৭কিলোমিটার বরাদ্দের পরিমান ১৬কোটি টাকা (কাজ চলছে)

১২।৩৫টি ছোট ও মাঝারী ব্রীজ নির্মান।

১৩।১০মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ০২টি বিদ্যুত উপকেন্দ্র স্থাপন(বাস্তবায়নাধীন)  কামাল্লা ও সাতমোড়া।

১৪।মুরাদনগর পৌরসভা গঠন (প্রক্রিয়াধীন) 

১৫।মুরাদনগরের ২২টি ইউনিয়নের সকল হাট-বাজারে প্রায় ৩৫০টি আলোকিত সোলার স্ট্রীট লাইট স্থাপন।

১৬।আইসিটি রিসোর্স সেন্টার (প্রক্রিয়াধীন)  বরাদ্দের পরিমান ৫ কোটি ৬২লক্ষ টাকা

১৭।মুরাদনগর আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মান(প্রক্রিয়াধীন) 

১৮।মিনি স্টেডিয়াম নির্মান(লক্ষিপুর)

১৯।মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান (নবীপুর নির্মানাধীন)

২০।মুরাদনগরে আধুনিক শিল্পকলাভবন নির্মান(প্রক্রিয়াধীন)

২১।টেকনিক্যাল স্কুল এবং কলেজ নির্মান কোম্পানিগঞ্জ (ত্রিশ) প্রায় ১৭ কোটি টাকা (প্রক্রিয়াধীন)।

২২।মুরাদনগর সদরে জেলা পররিষদের ৪তলা মার্কেট (নির্মানাধীন)

২৩।পাহাড়পুর ইউনিয়নে পান্তি পুলিশ ফাড়ি স্থাপন(প্রক্রিয়াধীন)

২৪।মুরাদনগর জিরো পয়েন্টে দোয়েল ভাস্কর্য নির্মান

২৫।মুরাদনগর উপজেলা স্মৃতিসৌধ নির্মান

২৬।মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিটেইনিং ওয়াল নির্মান,ভিতরের রাস্তা মেরামত, ০২টি গেইট নির্মান,০১টি নতুন অ্যাম্বুলেন্স,০১টি এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন,হাসপাতাল ভবন ও কোয়ার্টার মেরামত,হাসপাতালের অভ্যান্তরীন সোলার সিস্টেম।

২৭।মুরাদনগর সদরে আধুনিক ফুটপাত নির্মান।

২৮।ত্রান ও এলজিইডি বিভাগেরও অনেক ছোট ছোট ও মাঝারী প্রায় ১০২টি রাস্তা এবং ত্রানের ৪৬টি কালভার্ট নির্মান হয়েছে।

২৯। শুশুন্ডা পশ্চিম পাড়া  থেকে জাহাপুর পর্যন্ত বেড়িবাঁধ পাকা করণ নির্মানাধীন।

৩০। শুশুন্ডা পশ্চিম পাড়া বেড়িবাঁধ থেকে বাখরাবাদ সংলগ্ন শুশুন্ডা নতুন বাজার পর্যন্ত রাস্তার কাজ নির্মানাধীন।

৩১। তিতাস সংলগ্ন আলীরচর থেকে বাখরাবাদ পর্যন্ত রাস্তার কাজ নির্মানাধীন।

প্রক্রিয়াধীন:

০১।নবীপুর- শ্রীকাইল- রামচন্দ্রপুর সড়ক ০৫টি সেতু সহ ৩০ কিলোমিটার  বরাদ্দের পরিমান ৭৪কোটি টাকা

০২।ইলিয়টগঞ্জ – মুরাদনগর সড়কে ০৫টি পাকা ব্রীজ নির্মান বরাদ্দের পরিমান ৫৬কোটি টাকা

০৩।কোম্পানিগঞ্জ -গাজীরহাট সড়কে ০৭টি পাকা ব্রীজ নির্মান বরাদ্দের পরিমান ৫৬কোটি টাকা।

 সবাই হিংসা,বিভেদ ভুলে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে মুরাদনগরের  সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নেতৃত্বে মুরাদনগরকে আলোর পথে নিয়ে যাই, মাদকমুক্ত, চাদাঁবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত উন্নত সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলিতে হাত বাড়িয়ে দেয়

Close