জাতীয়রাজনীতি

বাবা আমার মেয়েটা ছোট,মারা যাবে তোমরা একজন একজন করে আস।

বাবা আমার মেয়েটা ছোট,মারা যাবে 

তোমরা একজন একজন করে আস। 

 

সাগর হোসেন সবুজ….!!

===================

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠনের পর,

সারা দেশে সংখ্যালঘুদের ওপর 

যে ভয়াবহ নির্যাতন নেমে আসে তা ছিল কল্পনাতীত। 

বিশেষ করে সংখ্যালঘু নারীদের ৭১ এর মত 

আবার ও গনিমতের মাল মনে করে–,, 

পূর্বসুরীদের ধারাবাহিকতা বজায় রাখে 

বিএনপি জামাতের উত্তরসুরীরা। 

আওয়ামীলিগকে ভোট দেয়ার অপরাধে, 

নির্বাচনের ৭ দিন পরে ৮ই অক্টোবর 

সিরাজগঞ্জ উল্লাপাড়ার ১০ম শ্রেণীর ছাত্রী 

পুর্নিমা রানী শিলের বাড়িতে—-,,

২০-২৫ জনের বিএনপি জামায়াতের একটা দল হামলা করে। 

প্রথমেই তার বাবাকে মেরে অজ্ঞান করে দেয়। 

মাকে বেধে রেখে পূর্ণিমাকে ২০-২৫ জনের, 

প্রত্যেকেই তাদের যৌণতৃষ্ণা মেটাতে উম্মত্ত হয়ে হয়ে উঠে। 

পূর্ণিমা রানী শিলকে মায়ের সমানে গণধর্ষণ করেছিল 

বিএনপির সন্ত্রাসীরা। 

পুর্নিমার অসহায় মা উপায় না পেয়ে 

মেয়ের জীবন বাঁচানর জন্য শেষ পর্যন্ত বিএনপি জামাতি ক্যাডারদের বলতে বাধ্য হন ” 

বাবারা আমার মেয়েটা ছোট, মরে যাবে। 

তোমরা একজন একজন করে আস।

সেদিন প্রথম আলো, যুগান্তর 

এমনকি কট্টর বিএনপি পন্থি পত্রিকার রিপোর্টার সহ অনেকেই –’’

পুর্নিমার মায়ের মুখে ঘটনা শুনে কেউ রিপোর্ট লিখতে পারেন নাই, অঝোরে কেদেছেন ।

সেই কান্নার প্রতিদান আজ ও কি আমরা দেখতে পাবো না….?

 

 

    

Close